শরতদিনে কাশের কেশর কাঁপন ঝিরিঝিরি
শরতদিনে আকাশ নীলে শুভ্র মেঘের সিঁড়ি
শরতদিনে তোমার আমার হংসমিথুন খেলা
শরতদিনে মনকাননে শিউলি বকুল মেলা।

শরতদিনে শাপলা ফোটা কাজলবিলের জলে
শরতদিনে শিশির হেসে মনের কথা বলে
শরতদিনে ফুলপাখিদের আসর বনে বনে
শরতদিনে তোমার আমার বাসর সঙ্গোপনে।

শরতদিনে নরম রোদের পরাগ মেখে ঠোঁটে
শরতদিনে বোধের শিরায় আবেগের ঝড় ওঠে
শরতদিনে কামতরঙ্গে কাননবালা হেসে
শরতদিনে শঙ্খ বাজে সোনার বাংলাদেশে।

শরতদিনে দেবীর বোধন সুখের লুটোপুটি
শরতদিনে ঢাকের তালে বিষন্নতার ছুটি
শরতদিনে এসো ভুলি ব্যথার অনুনাদ
শরতদিনে এসো হাওয়ায় ওড়াই অবসাদ।

শরতদিনে উছলে ওঠা ভরতপাখি প্রেম
শরতদিনে শরীর জুড়ে শস্য সোহাগ হেম
শরতদিনে তোমার লাগি অতন্দ্র দুইচোখ
শরতদিনে মনদেয়ালে এসো আঁকি সুখ।
০৪-০৯-২০২২