স্মৃতির জানালায় যতবার তাকাই
ততবার নিজেকে
নতুন করে ফিরে পাই।

স্মৃতি কখনও হাসায়, কখনও কাঁদায়
কখনও তোলে তুমুল ঝড়
হৃদয়ে নির্জন নিঃসঙ্গতায়।

স্মৃতির মুকুরে ভাসে কত ছবি
কতগুলো মলিন ধূসর
কতগুলো ঝলমলে রবি।

কিছু স্মৃতি বার বার পিছু ডাকে
জীবন চলে জীবনের নিয়মে
কিছু স্মৃতি হারায় জীবনের বাঁকে।

কিছু স্মৃতি আসে কৌমুদীত রাতে
বিষণ্ন বিকেলের ছায়া মুছে
কিছু স্মৃতি মিশে থাকে হৃদয়ের সাথে।

ভুলতে চাইলেও যায় না ভোলা
সময়ে অসময়ে কিছু স্মৃতি
হৃদয়ে দেয় দুঃখ-সুখের দোলা।

সময় বড় নির্দয়, তার সরিৎ গতি
জীবন সন্ধ্যায় কেড়ে নেয় সব
শুধু পড়ে থাকে তীরে ধূলিময় স্মৃতি।
২৯-৮-২০১৮