[আজ পহেলা ফাল্গুন। সবাইকে বসন্ত শুভেচ্ছা।]


কতদিন
খেজুর পাতার
নেকাবে ঢাকা চাঁদমুখ
উঁকি দেয় না জানালায়,
হলুদ জোছনা গায়ে মাখি না।
তবুও ভালোবাসা ভুলে না পোড়া হৃদয়।


কতদিন
আমার উঠানে
আসে না মেঘবালিকারা।
ঘুঙুরের শব্দে নৃত্যপাগল মন
ভিজে না বৃষ্টির কারুকাজময় তালে।
তবুও ডাহুকিপ্রেম হৃদয়ের কোণে জেগে রয়।


কতদিন
বকুলের ঘ্রাণ
ভাসে না বাতাসে।
গোলাপের বিবর্ণ মুখ দেখে
বিষন্ন সুনন্দিতার জন্য তুলে রাখি
গন্ধহীন জবার শরীর হতে সোহাগ সিঁদুর।


বসন্ত
চলে গেছে
সেই যে কবে।
আরেক বসন্ত এলো দ্বারে
এবার আর দেরি নয় সুনন্দিতা
তোমার কপালে ঢেলে দিবো সোহাগ সিঁদুর।
১০-২-২০১৮