মানবতা যখন পথে পথে লুটে
পিশাচের ভয়ে মুখে শব্দ নাহি ফুটে
নির্বাক দর্শক হয়ে দেখি
পথে ঘাটে মাঠে নারীর বস্ত্রহরণ
গাছে বেঁধে গৃহবধূ নির্দয় নির্যাতন;
নয় মাসের শিশু ধর্ষণের বিভৎস দৃশ্য দেখেও
যখন কিছুই করার থাকে না
তখন দুচোখে ঘটে নীবর অশ্রুপাত
আর হৃদয়ে হয় তুমুল রক্তক্ষরণ।


তারপরও বেঁচে আছি
হৃদয়ে ক্ষত নিয়ে করছি দিনপাত
হৃদয়হীন মানুষ, মানুষ থাকে কি
তাইতো সেজেছি ঠুঁটো জগন্নাথ।


১৬-১০-২০১৭


[কবি তমাল ব্যানার্জিকে নিবেদিত]