তোমাকে দেখব বলে দাঁড়িয়ে থাকি
চৌরাস্তার মোড়ে
কখনও বা অফিসের গেটে
কুন্তল উড়ায়ে আসবে তুমি চঞ্চল পায়ে হেঁটে।
তোমাকে দেখব বলে দাঁড়িয়ে থাকি
রাস্তার পাশে লাইট পোস্টের নীচে
নিজেকে আড়াল করে, তুমি দেখে ফেল পিছে।
তোমাকে দেখার তৃষ্ণা মনের জলেতে ভাসে
অনিমেষ তাই তাকিয়ে থাকি বাতায়ন পাশে।
তোমার মুখের উচ্ছ্বল হাসি আমার কানে বাজে
বিভোর হয়ে শুনি মন বসে না কোন কাজে।
তোমাকে দেখব বলে আমি ঘুরি পার্কে ময়দানে
দেখা হয়ে যায় যদি কভু একাকী নির্জনে।
তোমাকে দেখব বলে অ্যালবাম খুলে
বের করে দেখি ছবি
ছবিতো নয় যেন এক অনুপম কবিতা
লিখে রেখেছে কোন এক কবি।
তোমাকে দেখব বলে বন্ধ করি দুচোখের পাতা
মনের আয়নায় মেলে ধরি স্মৃতির গোপন খাতা।
দুচোখে স্বপ্ন আঁকি বুক ভরা আশায়
তোমাকে দেখার বাসনায় দিন কেটে যায়।
চোখে না দেখেও তোমাকে দেখি আমি
হৃদয়ের স্পর্শে অনুভবে
আমার হৃদয় জুড়ে তুমি চিরদিন রবে।