তুমি ছু্ঁয়ে দিলে মন
হৃদাকাশে শুরু হয় তুমুল বর্ষণ
শরীরের অলিগলি অচেনা সকল পথে
সুখবারি বয়ে চলে অবিরাম হিমের মতোন
মহুয়ার গন্ধে কেটে যায় মাতাল সময়
প্রেমাসক্ত মিথুন শরীরে জাগে
অদ্ভুত আবেগী শিহরণ!

তুমি ছুঁয়ে দিলে মন
আমি ভিজি সারাক্ষণ, যেমন বর্ষার
জলে ভিজে শ্যামলিমা বন
হৃদয়ের চতুর্পাশে ঘটে চলে সুখের ক্ষরণ
শুনি ঝুমঝুম বৃষ্টির ত্রিতাল মোহন স্বনন!

তুমি ছুঁয়ে দিলে মন
নীলাকাশে ওড়ে বেড়াই বিহঙ্গ বিনোদনে
যখন; তখন শনশন বায়ু এসে হেসে হেসে
কানে কানে বলে চলে,
"একেই তো বাসো ভালো
এই তো তোমার জীবন মরণ!"
১১-৭-২০১৯