তুমি ছুঁয়ে দিলে সোহাগের হাতে
সারা অঙ্গে জাগে আচানক শিহরণ
অনুরাগ তরঙ্গ দোলায় দুলে ওঠে মন
পিকের মধুর কোরাসে মুখর হয় হৃদকানন।
তুমি ছুঁয়ে দিলে মন যখন তখন
ঝুমঝুম বৃষ্টি ঝরায় ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড
কামনার কলকল জলে ভরে
চৈতের খরায় চৌচির ড্রিমল্যান্ড।
এ হৃদয় ছুঁয়ে গেলে কম্পিত কামিনী হাত
হার্টবিটে শোনি অর্কেস্ট্রার সুর
সুপারমুন জোছনায় ভরে যায়
অন্ধকার হৃদয়ের অন্তপুর।
নিঃশ্বাসের চাপ ওঠা নামা মাপে
ফুসফুসের অদৃশ্য ব্যারোমিটার
তুমি ছুঁয়ে দিলে নিউরনে টান পড়ে
বেজে ওঠে বার বার
প্রেমাপ্লুত শরীরের সোনালি গিটার!
১৩-৩-২০১৯