এই ভীষণ বৈশাখী রোদে,
উত্তপ্ত রাজপথে ;
ক্লান্ত দুপুর।


এমন আগুন দিনে,
তবু পড়ে মনে,
পুরনো সে সুর।


সেদিন ফাগুনে
হারিয়েছে যে পাখি
কোয়াশার ভোর।


বন্ধু বিহীন এই নিষ্প্রাণ নগরের দেয়ালে,
তবুও ফুটে একটি কাঠগোলাপ।
ভেসে আসে আতরের সুবাস
বেজে উঠে নুপুরের সুর।


এই যান্ত্রিক জীবনের বাকে ঢেউ খেলে যায়,
প্রেমিকের বাশরী হয়তো ডাকে না
তবুও প্রেম কড়া নেড়ে যায়
দরজায়,জানালায়।