সেই যে কবে বর্ষা এলো, সেই যে কবে বান।
তুমি আমি ছিলেম সাথে, করেছিলেম স্নান।


তুমি তখন জল খেলিতে ভিজিয়েছিলে আমায়,
সেই জলে যে মন ভিজেছে তা কেমনে আওড়াই?


বছর তেরো কাটলো একা, রইলে তুমি দূরদেশ।
আবার যেদিন ফিরলে গাঁয়ে তোমার পরনে নীল শাড়ি, আমার সেই আগের বেশ।


রিমঝিমিয়ে পড়ছিলো জল, ক্ষনে ক্ষনে ডাকছিলো বাজ।
আমায় দেখে হাসছো তুমি,তোমার গালে সেই ভাঁজ।


একপলকে তোমার পানে রয়েছিলেম চেয়ে,কি যে কথা বলবো তোমায়
সব যাচ্ছিলো গুলিয়ে।
তুমি প্রথম বললে আমায় 'গিয়েছো কি ভূলে?'
মুচকি হেসে বলেছিলেম ' না মানে ইয়ে '।


তারপর কতো বলেছিলে নানা বাড়ির কথা,
আমি শুধু বলেছিলেম ' আমার জন্য লাগেনি তোমার ব্যথা? '


হঠাৎ করে আমায় ধরে উঠেছিলে কেঁদে!


বললে তোমার হয়েছে বিয়ে, শহুরে বাবুর সাথে।


আমি যেন থমকে গেলাম রইলেম কেবল চেয়ে,
একপলকে দৌড়ে তুমি গেলে মিলিয়ে।


বর্ষায় তুমি লুকিয়েছিলে,
বর্ষায় গেলে আবার হারিয়ে।
বর্ষাই কেবল থাকলো আপন,তুমি দিলে তাড়িয়ে।


(বরষার আয়োজন)