মুখোমুখি দুজন বসা আর তো নেই কেউ
চোখে চোখে কথা বলা আবেগের ঢেউ ।
আঁখির ভাষায় দুজনাতে জীবন বিনিময়
চাইতো আমি এইটুকু  সুখ আরতো নেই কিছু নয়
নির্ঝরণীর ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে
লোচন  বৃষ্টি  থেমে গিয়ে সুখের অর্ক হাসে...।
ভালোবাসার আনন্দতার সৌন্দর্যের প্রবাসে
স্পর্শের এক অচেনা শান্তির-অথই সাগরে
আলিঙ্গনে  দুজন আবদ্ধ হয়ে
সমস্ত বাসনার ডিঙ্গিতে চড়ে দোল খেতে খতে
দুজনার মাঝে দুজন যাই হারিয়ে...
বুকের সাথে বুক মিলিয়ে ঠোঁটের সাথে ঠোঁট
পাইনি আমি স্বর্গ খুঁজেও এমন পরম সুখ ।