শিশির ভেজা পায়ে
বিরহীর বেদনার্ত  হৃদয়ের
ঝড়ে পড়া অশ্রুকণা নিয়ে
শরত এসেছে এগিয়ে !!!


ঘাসের ডগায় জমে থাকা
বিন্দু বিন্দু শিশির কণা
শরতের সলজ্জ উপহার।


মৃদু বাতাসের দোলায় আন্দোলিত
নদীর কোল ঘেঁসে ফুটে থাকা
অজস্র কাশফুলের সমাহার।


শরতের আনন্দে স্নিগ্ধ সূর্য কিরণে
মাঠ-ঘাট ঝলমল করে
সুনীল  আকাশের ছায়া পড়ে
শান্ত নদীর বুকে।


হাঁটু জলে সাদা সাদা বক
নিবিস্ট মনে দাঁড়িয়ে থাকে।


নবীন ধানের মঞ্জরীতে
স্নিগ্ধ বাতাসের দোলা
একটু মেঘ,এক পশলা বৃষ্টি,এক ঝলক হাওয়া
মেঘ-রৌদ্রের লুকোচুরি খেলা।


শরতের প্রভাত মোরগ ফুলের মতো
লাল হয়ে ওঠে পূর্বাকাশে
শিশির ভেজা শেফালি ফুল
অনুপম সৌন্দর্য নিয়ে
ঘাসের বুকে হাসে।


বর্ষার তান্ডব নৃত্যকে বিদায় জানিয়ে
শরতের সূচনা
আবহমান বাংলার চিরায়ত রূপে
শরতের প্রভাত জাগায় ভিন্ন ব্যঞ্জনা।