কাঁটার আঘাতে রক্ত ঝড়িয়ে
কাঁটাবন থেকে গোলাপ ফুল সংগ্রহ করে
নির্ভীক যোদ্ধার মত অসীম সাহসে সম্মুখে অগ্রসর হয়ে
এক হাঁটুভাজ করে যখন বলেছিলে
“আমি তোমাকে ভালোবাসি”
জনতার সম্মুখে সেদিন তোমায় তিরস্কার করেছি!
আমার অধিক্ষিপ্ত, অবজ্ঞা, অপকৃষ্টের মাঝে
পাকা মাঝির মত হাল ধরে পাড়ি দিয়েছো
তিরস্কার বিপন্ন অকূল সমুদ্রে!


আমি প্রাচুর্যের দন্ডে আটকে আছি
চারদিকে কেবল সুখের পসরা সাজিয়ে রেখে।
বারবার আচ্ছন্ন হয়েছি তোমার
ভালবাসার দ্বিধা-দ্বন্দ্বে।
আমার কলুষিত, বিষাক্ত পৃথিবীতে
সময়ের ঘাত প্রতিঘাতের কষ্টি পাথরে
নির্ভেজাল বলে শতবার প্রমাণ করতে চেয়েছ নিজেকে।


আজ জীবনের বেলাশেষে তোমাকে হারিয়ে
নিষ্পন্ন করতে পারছি যে-
কতটা ভালবাসতে তুমি আমাকে।