খয়েরী বৃত্তে আবদ্ধ অতীতের দিন,
চার পায়ে পিষে দিয়ে শিশির বিলীন।
ভিজে মাটি ফাঁক করে মিছিল কেঁচোর,
রাতের আঁধারে উড়ে প্রেমিক খেচর।
হাতে হাত রেখে চলা রোদের দুপুর,
দূর থেকে কানে আসে ঝুমুর নূপুর।
ঝুম তালে নেচে ওঠা মনের মালিক,
সব শেষ সব আজ খোয়াব অলিক।


ভেবে ভেবে কেটে যায় প্রতিটি দিবস,
ফেলে আসা স্মৃতি মানে শরীর অবশ।
দিশেহারা মন নিয়ে পথে পথে ঘুরি,
ফেলে আসা স্মৃতি নিয়ে মিছে বাহাদুরি।
বাহাদুরি উবে যায় ভোরের রবিতে,
সবকিছুই আঁকা আছে মনের ছবিতে।