শীত এসেছে শীত এসেছে
আই সকল ভাই,
মিঠে রোদে গা ভাসিয়ে
ছড়ার গান গাই,
থাকব নারে কাঁথা মুড়ে
আর বিছানায়,
উঠব মোরা অলস ঝেড়ে
সকাল বেলায়,
শীতের পোষাক গায়ে দিয়ে
হিম কুয়াশায়,
হাঁড় কন্ কন্ করবে না আর
শির্ শিরে বায়,
আইরে এবার বই এর পড়ায়
মনটি লাগাই,
পিঠে পুলি খাব রোদে
দোর-আঙিনায়,
ভোরের বেলা শিশির জমে
ঘাসের ডগায়,
রৌদ্রে ভারি জ্বলে ওঠে
মুক্তো আভায়,
মৌ মাছি ছুটে ফুলে
মধুর আশায়,
দেখব কেমন খেজুর রসে
গুড় বানায়,
দু-হাত ভরে ভরব সাঁজি
গাঁদার বোটায়,
মনটা মোদের উঠবে ভরে
ভালবাসায়।