তুমি ইচ্ছে করলেই পার, ছুঁড়ে দিতে
মুঠিতে পুরে আমাকে, জ্বলন্ত নক্ষত্র লক্ষ্য করে
লক্ষ কোটি মাইল দূরে,
নিশ্চিত পুড়ে যাব আমি
পুড়তে পুড়তে দিয়ে যাব-
একটু তাপ, বুকের;
আবার যদি ছোঁড়, হাজার হাজার
লাশের রক্ত-নদে, অশোকের দেশে
অথবা পলাশীর প্রান্তরে,
ডুবতে ডুবতে মিলিয়ে যাওয়ার আগে দিয়ে যাব
একটু ঢেউ, তোমার বুকে;
কিংবা জঞ্জালের স্তূপে, হিরোসীমা-নাগাসাকীর বুকে
ছুঁড়ে ফেল যদি দৃঢ় হাতে,
আবর্জনার পাহাড় সরিয়ে ফেলার আগেই
জানান দিব ঝাঁঝালো গন্ধে;
আর যদি তুলে রাখ সাধ করে, তোমার বুকে
লীন হয়ে যাব তোমার তোমাত্বে।