বর্ষা নামলে-
ভেজার ইচ্ছে জাগে গাছেদের,
ডাল পাতা ছড়িয়ে
ভিজে নেয় অঝোর ধারায়,
ধূলি-ধূসরতা ধুয়ে
সিক্ত দেহ মুছে নেয় বাতাসে,
তবে কিছু সৌখিন গাছ
ড্রইঙ রুমের জানালায় চোখ রেখে
বৃষ্টি ধারা দেখে, ভেজে না
কারন ওদের ঠাণ্ডা লাগার ধাত আছে