যদি পাখি হই খুঁটে খাওয়া পক্ষী ছানা,
তোর উঠোনে চালের কণা ভুট্টা দানা।
যদি ফুল হই হাসনুহানা কিম্বা গোলাপ,
ঘর ছেয়ে তোর দক্ষিণা বায় গন্ধ আলাপ।
যদি টেবিল হই বই খাতা পেন ফুলদানী,
আর যদি তোর বিছানা বালিস সোহাগ খানি।
যদি বেণী হই আয়না কঙ্কন দুল চিরুনি,
গোপন মনের ডায়েরী বা চিঠি খানি।
যদি কাজল হই লিপিস্টিক বা নেল পালিশ,
কিংবা যদি ক্রিম পাউডার ওয়েল মালিস।
সত্যি করে তবে কী তুই আপন হবি?
বল না ওরে তবে কী তুই আপন হবি?