শুভ সকাল ❤️

আজ মহান বিজয় দিবস
অমর সকল শহীদের বিনম্র শ্রদ্ধা।

১৬ ডিসেম্বর

            আশরাফুল হক মহিন
           ----------------------------

১৬ ডিসেম্বর
তুমি আমাদের বিজয়ের দল,
১৬ ডিসেম্বর
তুমি মোদের বিজয়ের দিবাকর।

১৬ ডিসেম্বর
অনেক রক্ত দিয়ে এনেছে বাংলার দাম,
১৬ ডিসেম্বর
মৃত্যুকে বাজি রেখে
নয় মাস পর এনেছে বাঙালির জয়।

১৬ ডিসেম্বর
শত্রুরা হয়েছে পরাজিত
বীর সাহসীরা হয়েছে সুখের ব্রত।

১৬ ডিসেম্বর
শত্রুদের হয়েছিল বিনাশ
এক একটা রক্তের দামে এনেছিল তারা
আমাদের বিজয়ের মাস।

১৬ ডিসেম্বর
এটা আমাদের জীবনের নাম
এটা আমাদের  ইতিহাসের দাম।

১৬ ডিসেম্বর
সারা বাংলাদেশ থাকবে নীরব
সালাম জানিয়ে পিটি প্যারেড করে
আজীবন করবো তোমাদের সরণ।