আকাশে তোমায় দেখেছি
চাঁদ ডোবার সময়।

মেঘ করেছে বলে
অভিমান করেছি
সন্ধ্যা   হবার সময়।

আজও রাত্রি হলে কথা বলি
নীরবতার সময়।

সময় ঠিকই হচ্ছে পার
মেঘলা ঠিকই  ভালো আছে
শুধু আকাশটা আজ চাঁদের
সাথে হাত মিলিয়েছে।

অনেকবার বলেছি কাউকে ভালোবাসো
সে ঠিকই ভালোবাসে
শুধু দুপুর হলে কয়েক মিনিট মেঘ করে।

মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা
একবার কাউকে ভালোবেসে দেখো

এই পৃথিবীটা বদলে যাবে
একটি ভালোবাসার জন্য।