সময়টা হয়নি বলা কখন আসবি!
সময়টা দিচ্ছে পারি কারো স্বপ্নের
হিমছরি?

খুব ইচ্ছে হয় ছুতে তকে!
খুব ভালো লাগে তোর দু,চোখের
কাজল দেখে,  তবুও যেন
ইচ্ছে হয় শুধু থাকেই ভালোবাসতে।

কোথায় আছে লোকিয়ে সেই
মাধবী,  
তোমায় যে খুজে ফিরি এখনও আমি?

এই হিমালয়ে নিরবতাই  শুধু
ভালোবেসে যায়,
  কেন জানি স্বপ্নটা আজ শুধু বার বার

তুমারি ছবি আল্পনাই একে যায়।

তাই খুব ইচ্ছে করে একবার ছুতে তুমায়।