তুমি কোথায় যাবে আমাকে ফেলে
এই অতিথ ভেবে !

তুমিই তো প্রথম  আমার প্রেম '
আমার দেখার রাণীা

তাই সব ভুলে স্বপ্নে আমি
তোমাকেই ভাবি৷