স্বপ্নপুরে এক অদ্ভুত মায়া
যেখানে সকল কবিতার রয়েছে ছায়া।

স্বপ্নপুরে তোমার রয়েছে ধৈর্য
আমি বিষণ্ণতা  আজ খুব ক্লান্ত।

স্বপ্নপুরে তোমায় যতই করি ডাকাডাকি
স্বপ্নের নীড়ে আজও সব এভাবেই রয়েছে কবিতার লাইন গুলি।

তুমি জানো না এ হৃদয়টা কতটা বিষাদে ভরা
টলমলে চোখের পানি গুলো
সবই হয়েছে নীরবতা।

স্বপ্নপুরে ঠিকানায় তুমি স্বপ্ন পরী
মেঘ হয়ে আসবো তোমার স্বপ্নের বাড়ী।

আজও অগোছালো জীবন
আজও দেখে যায় স্বপ্নে,
হাজারো স্বপ্নের মরণ।

স্বপ্নের ঠিকানায় তুমি ভালো থেকো
আমি কেমন আছি
বাস্তব শহর থেকে তোমায় চিঠি লিখে দিব।