আর কতো অভিনয় দেখাবে
আর ভালো লাগে না তুমার অভিনয়!

কেন ভালোবাসো?  
ভালোবাসো কেন?

যা ছিল ভালোবাসা সবই তো নিয়ে গেছো।

ভালোবাসো কেন?

আর কি চাও আমার কাছে
দেবার মতো তো কিছু নেই!

সবই আজ থমকে আছে,
ভালোবাসো কেন? তুমি আমাকে।

কেন ভালোবাসো?
ভালোবাসো কেন?

এভাবে চাই না তুমার ভালোবাসা,
চাই না আমি  এতো ভালোবাসা।

কেন ভালোবাসো?
ভালোবাসো কেন?

আমি ভালোবাসবো,যে আমাকে নিজের
মতো করে ভাবতে পারে!

তাকেই আমি ভালোবাসবো।