মরবো তবু ডরবো নাকো কইবো সত্য কথা,
ধর্ম নহে মানব গড়া-নহে দেশের প্রথা।
ধর্ম নহে মনের বিচার-নহে ব্যক্তির শান,
ধর্মে নহে রদবদল-নহে রাজার দান।
ধর্ম জানায় একত্ববাদ-ধর্ম মাওলার কালাম,
ধর্মের ভিতর বিরাজ করছে পাক্ এলাহির নাম।
ধর্মে নহে ঝগড়া-বিবাদ-নাহি হিংস্বাদ্বেষ,
ধর্ম বিলায় মহা শান্তি-সব অন্যায়ের শেষ।
ধর্ম নহে দলাদলি-নাহি নির্যাতন,
ধর্মে নহে খুন খারাবী-নাহি আতœহনন।
ধর্মে নহে জোর-জুলুম-নাহি বাড়াবাড়ি,
ধর্মে নহে লোভ-লালসা-নাহি কাড়াকাড়ি।
ধর্ম কোলে মোমিন মগ্ন-কণ্ঠভরা জিকির,
ধর্মে আছে জীবন চলা-আছে মাওলার ফিকির।
ধর্ম কোলে ধরার মানুষ করছে অবস্থান,
ধর্ম নাহি বলে কভু-লুঠতে ধর্মের মান।
অত্যাচার অনাচার আর কুসংস্কারের সাথে,
জ্যান্ত মেয়ের কবর হয় পাষান পিতার হাতে।
অন্ধকারে ছেয়ে যায় সারা আরব জাহান,
আল্লাহ্ পাক্ নিজ হতে শেষ নবীকে পাঠান।
জিবরিল মারফত নবীর কাছে আসে তাঁহার বানী,
যে বানীতে ধ্বংস হয়-সকল নাফরমানী।
বিশ্ব নবী মোহাম্মদ-শেষ পয়গম্বর,
আর আসবে না কোন নবী-ইহাই সত্য খবর।
বিশ্ব নবীর অমীয় বচন শান্তি সুধা ঝরে,
পাক্ এলাহির মধুর কালাম-হৃদয় মন ভরে।


লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।