৪ঠা অক্টোবর
জন্ম হলো মোর
রাত প্রায় ভোর
কাটলো সবার ঘুমের ঘোর।


পূব আকাশে সূর্য ওঠে
সদ্য ঊষা দেখি আখি মেলে
আদরে যখন নিলো সবার কোলে
হঠাৎ আমি যাচ্ছি শুধু কেঁদে।


কেটেছে মোর জীবনের বহুবছর
কত দূর হয়েছে কাছের-কাছের হয়েছে দূর
হে পৃথিবী তুমি মোরে করেছো অনেক কিছু দান
জানিনা অধম পেরেছি কি দিতে এর কোন প্রতিদান।


থামবে যেদিন হাওয়ার গাড়ি
নিভবে সেদিন জীবনের দীপশিখা
অনন্তকালের পথে দেব আমি পাড়ি
হতেও পারে পরকালে দেখা।


জন্মে যেমন সবাই খুশী ছিলেন
দুখঃ যেন না দেয় আমার মরন
শোক দেখিয়ে উচ্চস্বরে
ভিড় যেন না হয় ঘরে ঘরে।


ক্ষমা করো সবে
ভালবেসে রেখো মোরে মনে
হয়েছে যত ভুল জ্ঞানে অজ্ঞানে
দিও তুমি মোর রব সব ক্ষমা করে।।