পদ্মার  স্রোতে  হারিয়ে  গেছে
বাংলার  ভাটিয়ালি
ভুলে  গেছে  মানুষ  আজ  বৈষ্ণব  পদাবলী  ৷
একদা  বাংলার  ঘরে  ঘরে
গাইতো  ভাদুর  গান
আজ  শুনতে  পাই  না
মাঝি  মল্লা  আর
পাল্কি  বাহকের  হুঁহুমনার  তান  ৷
চলছে  আজ  বাংলা  গানের  বিবর্তণ
তাই  গায়  না  লোকে  পদাবলী  কীর্তণ  
একদা  ভরে  যেত  মন  পুরাতনী  সঙ্গীতে
বাজতো  নূপুর  নাচের  তালের  ভঙ্গীতে  ৷
বাংলার  টুসু  আর  ছিল  ভায়াইয়া
শুনতো  স্রোতা  মুগ্ধ  ও  বিভোর  হইয়া
গায়  না  কেউ  এখন  মীরার  ভজন
কমে  গেছে  আজ  এ  গানের  ওজন  ৷
বেশ  চলতো  গ্রামে  গঞ্জে  গানের  লড়াই
সেটা  ছিল  তরজা  
এখন  সেটাও  বন্ধ  দরজা  ৷
কোথায়  হারিয়ে  গেল  গজল  আর  কাওয়ালি
মুগ্ধ  হয়ে  স্রোতারা  শুনতো
আর  দিত  হাত  তালি  ৷
ঠুংরী  টপ্পা  আর  খেয়ালের  বসতো  মজলিশ
ওসব  গাইতে  ভুলে  গেছে  মানুষ
গাইছে  আজ  লোকে  ইংলিশ  ৷
ভরে  গেছে  পপ্  আর  ওয়েস্টার্ন
আর  ডিস্কো  কালচারে
রক  ড্যান্স,  ব্রেক  ড্যান্স  
আর  নাচ্ছে  ক্যাবারে
পপ্  আর  ড্যান্স  বেঁধেছে  জুটি
মানুষ  কিনছে  আজ  
ওসব  গানের  ঝুড়ি  ঝুড়ি  সিডি  ৷