ছদ্মনামে  ঃ  কবি  শতদল


চৈত্র দিনের  ঝরা  পাতা
লুটিয়ে  পরে
যেথা  সেথা
সব হিসেব  নিকেষ
চুকিয়ে  দিয়ে
জানিয়ে  যায়
জীবন  শেষের  কথা  ৷
যখন  গাছের  উপর
ছিল  সবুজ  পাতা
তখন  ভাগ  করে  নিত
পাখিদের  সাথে
সুখ  দুঃখের  কত  কথা  ৷
দিনে  দিনে  ভুলে  যাবে
যৌবনের  সেই  সব  কথা
এখন  কেবল  ব্যথা
নেমে  আসে  নিরবতা
শেষ  হবে  যে
সবুজ  পাতার  জীবন  কথা  ৷


ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ ,  ভারত
        ১লা  সেপ্টেম্বর  , ২০১৭