ছদ্মনামে  ঃ  কবি  শতদল  


নীল
নীলাকাশ  নয়
নয়  নীল  সমুদ্র ৷
নীল
বাঙ্গালীর  বিদ্রোহের  সাক্ষী
নীল  ছিল  ইংরেজ  বনিয়াদের
বানিজ্য  লক্ষ্মী  ৷
বাংলার  গ্রামের  পর  গ্রাম
দাদন  দিয়ে   ভয়  দেখিয়ে
বাংলার চাষীদের  জমিতে
নীল  বুনিয়ে  নিত
মুনাফা  লোভী  ইংরাজ  ৷
নীলগঞ্জ  ইতিহাস  বিখ্যাত
একটি  নাম
নীল দর্পন  নাটকের  পটভূমি
এখানেই  আমার  বাসভূমি  ৷
নীলদর্পন  লিখেছিলেন  দীনবন্ধু  মিত্র
নীলগঞ্জ  ও  সন্নিহিত  গ্রামগুলি  ছিল
এ  নাটকের  সূত্র  
এই  এলাকার  সাহেব  বাগান
ছিল  নীলকুঠি  সাহেবদের  প্রধান  কার্যালয়
যা  আমারও  আজ  কার্যালয়  ৷
খুব  উঁচু  টাওয়ারের  উপর  দাঁড়িয়ে
মুখ  দিয়ে  চুরুটের  ধোঁয়া  ছড়িয়ে
দিন  দিন  প্রতিদিন
হাতে  থাকতো   বড় দূরবীন  ৷
বাংলার  চাষীদের  জ্বালাতন  উৎপীড়ন
চালাতো ইংরাজ
বাংলার  চাষীদের  শোষণ  করাই  ছিল
তাদের  প্রধান  কাজ ৷


ব্যারাকপুর,  কোলকাতা, পঃবঃ ,  ভারত
        ৭ই  অক্টোবর , ২০১৭