ধনী যেই জন টাকার লোভে মরে,
গরীব যেই জন টাকার অভাবে মরে।
ধনী যেই জন টাকা থেকেও দুঃখে,
গরীব যেই জন টাকার অভাবেও সুখে।
দিন রাত করে শ্রম এক মুঠো অন্ন আহারে,
দিনরাত করে শ্রম দালান-কোঠা নির্মাণে।
দেখেনি সুখের সীমা তবুও সুখ পায়,
দেখেনি দুঃখের সীমা তবুও দুঃখ পায়।
ধনী যেই জন হিংসা অহংকার মনে,
গরীব যেই জন দুঃখ পেলেও করে আপন মনে।