তুমি আসবে বলে তাই দাঁড়িয়ে আছি হাতে নিয়ে ফুলের তোরা,
আমি নাকি হয়েছি পাগল তাই বলছে ওরা
আমি যে কি ভালবাসি তাকি জানে ওরা,
মিছে নয় আমার ভালবাসা যতনে গড়া।
অশ্রু ঝরে ঝরে দু-নয়ন হয়েছে চোরা,
দুঃখ এখন হয়েছে আমার এ বুক ভরা।
কখনো তোমায় হারাতে আমি নয় রাজি,
তোমায় পেতে ওদের সাথে ধরেছি বাজি।
তুমি না আসলে আমি মরে যাব আজি,
তুমি ছাড়া এ জীবন হবে মৃত বাড়ী।
ওরা বলেছে কাঁটা ভরা ফুলের কলি,
আমি কি তাই ধরতে যায়নি ভয় করি।
করিনা পরোয়া তুমি স্বপ্নের ফুল কলি,
কখনো ভেবেছি তুমি আমার নীল পরী।