জ্যোৎস্নায় যে মন চাঁদ একাই আলো ছড়ায়
চাঁদের পাশে বন্ধু হয়ে থাকেনা কেউই
যেমন নদীর তীরের কাশফুল বাতাসে
দোদুল্যমান থাকে
তার চিরচেনা শরতে
তেমনি তুমি আমার মনে দোদুল্যমান ছিলে
কাশফুলের দোলাও ক্ষীণ হতে থাকে
যখন স্বার্থপর বাতাস থেমে যায়
আমার মনে তোমার আনাগনাও কমতে থাকে