আরেকটি ভুখা সন্ধ্যা


হাটছি ওগো তপ্তবারে
  ছুটছে মাথার ঘাম
তোর স্বামীর কপালটাই
খারাপ জুটেনি আজ কাম।


বউ তুই বড়ই চাপা
পারিসও না কানতে
তোর কপাল যে খুবই খারাপ
পান্তা ফুরায় নুন আনতে।


সবার বউ সাজে-গুজে
পড়ে রঙিন শাড়ি
তোর তো তেমন কিছুই নাই
তবুও যাসনা ছাড়ি।


খেতে দিতে পাইনা তোকে
তবুও নেই অভিযোগ
তারপরেও অস্থির হস
আমার হলে রোগ।


কোন কিছু চাসনা কেন
বল কি দরকার?
রক্ত বেচে হলেও
মেটাব তোর আবদার।


সুখের দিকে যা না চলে
মেটা পেটের জ্বালা
আমার একার যাবে চলে
ধরব না হয় থালা।


তবুও যদি থাকিস সাথে
ঝরবে রে অশ্রু ঘাম
ভুখা যারে আরেক সন্ধ্যা
জুটেনি যে আজ কাম।