প্রকৃতি কেনো রিক্ত আজ
চারিদিকে পাতাদের ঝড়ে পড়া,
জলহীন শুকনো চড়ে
উড়ে বেড়ায় গাঙচিল।

পূবের আকাশ কেনো নিস্তব্ধ
কুয়াশায় মোড়া প্রকৃতি,
গাছের ডালের এক কোনে বসে
কাঁপছে পাখির ছানাটি।

শীতের কনকনে হাওয়া
বইছে উত্তরের দিগন্তে,
উত্তরীয় গায়ে সবাই
মেতেছে আজ উৎসবে।