ইদ এসেছে
......................
হাসান মঈনুল
............................
ইদ এসেছে রে,ইদ এসেছে
সকলের মুখে কি হাসি ফুঁটেছে?
শাওয়ালের বাঁকা চাঁদ উঁকি দিয়েছে,
বছর ঘুরে আবার ইদ এসেছে।
কলরবে মুখরিত আজি চারিদিক
ভোরের অপেক্ষাতে চোখে নাই নিদ,
খোকা খুকুর নতুন জামায় লাগছে কত বেশ
ইদের মতই প্রতিদিন থাকতো যদি রেশ।
ঐ যে দেখো পথশিশু ছেঁড়া জামা গায়
তাদের ফেলে নতুন জামা মোদের শোভা পায়?
তোমার ঘরে ফিরনী,সেমাই খাবার রকমারি
কতশত অনাথ শিশু রয়েছে অনাহারী।
ভুলে গিয়ে সকল ব্যথা,গাও খুশিতে গান
শত্রুকে আজ বন্ধু করো ভুলে অভিমান,
বন্ধ দুয়ার খুলেছে আজি, গলেছে পাষাণ
ইদ এসেছে,ইদ এসেছে খুশিতে নাচে প্রাণ।