যদিও পাইনি আমি তাকে,
তবুও আমি প্রত্যাশার শান্তির কুড়ালে ধার দিয়ে চলেছি
প্রতি নিয়ত, প্রতি ক্ষণে।
আষাঢ়ে বরুণ রং বদলায় গর্ভে বৃষ্টির দ্রোহী কন্যাকে জন্ম দেবার পবিত্র প্রত্যাশায়।
শাপচোরা রাতে শৃগালের বিড়ম্ব চিক্কার অনুরণিত হয়
ঊষার কিরণকে স্বাগত জানাবার লোভি বাসনায়।
রাত নেই, দিন নেই প্রত্যাশার বোবা পাহাড়ে শুধূ ঊর্ধ গমন।
নারী নয়, নয়ন নয়, তবুও ‘শান্তির’ খোঁজে আমার অধিরোহণ।


মোঃ মজিবুর রহমান
সকাল, ১৬-০৬-২০১৪ ইং।