আজকে নাকি আকাশ ভেঙ্গেছে,
ভাঙ্গা আকাশের নিচে দেখি তার চুল।
চুলোচুলি নেই এতটুকু, শুধুই চুলের প্রতিমা বেয়ে
মল্ল রাগে কেওড়া তলায় ঝরছে এখন বৃষ্টি বিনোদিনীর ফুল।
কখনও জরোয়াবতী, কখনও ফিকে পাতলুন হয়ে
কখনও দুলিয়ে সরু কটি, কখনও আবার চমরি দোলার তালে।
এই আসে ষোড়ষীর ঘুঙগুর পায়ে এই যায় চিকাম্বরী কনীয়সী,
মন কেড়ে নেয়া, মন হারনোর চিকন ছলে।
সে যে দোলায় বক্ষ, দুলে অন্তরিক্ষ, চলে ফোঁটা ফোঁটা অনুরাগ।
শিরদাঁড়া তার বেশুমার বেহাগী ঢঙ্গে চলে নেচে,
চলে বৃষ্টির নোলক নেড়ে নেড়ে শতভাগ।

মোঃ মজিবুর রহমান
বৃষ্টি ভেজা সকাল
২৭-০৭-২০১৪ ইং।