তীর বেঁধা বুকে
তীর খসাবার কেউ নেই;
বন্ধুরা যতই বল
ইতি উতি সব কথা
যে পারে খুলে দিতে তীর
সে থেকে গেছে আড়ালেই।


যার ছোঁড়া তীর
বুকে এনে দিল ক্ষতো;
বন্ধুরা যে যাই বল
আমি তো জানি
তার তন্বী উষ্ণ দেহে              
অভিমান কত।


জলপটি দিয়ে যতই তোমরা
জলময় কর মোর কপাল;
বন্ধুরা জেনে রেখ
তার হাতের বিন্দু খানেক জল
কাঁপা তীরের শরীরে
আনতে পারে খুশির প্রবাল!!


মোঃ মজিবুর রহমান
উত্তরা, ঢাকা।
০৪-১১-২০১৪ ইং।