তীর নেই, তরী নেই, নেই স্রোত ধারা;
আছে শুধু বিবশা নদীর ক্রন্দন।
প্রেমের জ্যোতিতে নেই অনুরাগ ছায়া
তবু কাঁদে অষ্ট ধাতুর মন।
জানিনা এসব ধাতুর কোন্‌ পদ  
কোন্‌ দোষে ভরা,
হৃদয় বিবরের খেরো খাতা জুড়ে
লিখে চলে তারা।
আশা নেই, ভাষা নেই, নেই কোন
জ্বলন্ত প্রদীপ।
মরু ভাস্কর হয়ে আশার মরিচিকা জাগে
হয়ে সে সুদীপ।
বিহনের নরম রোদে পড়ে যে বিভাস ছায়া;
দুপুরে হয় ম্রিয়মান।
বিকেলের ক্লান্ত দৌড়ে প্রেমের ক্যাথেড্রেলে
করে সে আত্মহনন।


বিশুদ্ধ প্রেম......


মোঃ মজিবুর রহমান।
১০-০১-২০১৫ ইং।


[আভিধানিক অর্থঃ ক্যাথেড্রেল - বিশপের তত্বাবধানে কোন জেলার প্রধান চার্চ।]