বল্টু কহিল নাটে, ভাই নাট
আমারে দাও দেখি কষিয়া টাইট।
কহিল নাট, ব্যাপার খানা কি
নিজের সাথে করিতে চাও ফাইট?


বল্টু কহে-
আরে এ যে দারুণ খেলা,
যাতিলে তুমি আমায়
চাপি আমি প্যাঁচের গলা।


কহিল বল্টু, সাধু!  
এ যে দেখি নৃত্যের কঠিন খ্যামটা।
প্যাঁচেরে চাও টাইট দিতে
নিজে হইয়া চিড়ে চ্যাপটা?


মস্তকে রাখিয়া হাত,  
বল্টু কহে, নরায়ণ!
সব দোষ সেই কেষ্টা বেটার
যে এই অপকম্মের ধন।


মোঃ মজিবুর রহমান
০১-০৩-২০১৫ ইং।