একজন রাজার রাজপ্রাসাদ
মেহমান এসে উপস্থিত
মোমবাতির মৃদু আলোতে
কথা বলছেন উভয়ে শ্রদ্ধার সাথে ।
এমনই সময় মেহমান শুধালেন
তৃষ্ণার কথা জানালেন ।
রাজা উঠে দাঁড়ালেন পানি আনার জন্য ।
মেহমান বললেন , একজন ভৃত্যকে
ডাকলে ভাল হতো না ?
রাজা শুধালেন , রাজা পানি আনতে দোষ কি ?
রাজা মেহমানকে স্মরণ করে দিয়ে
বললেন , মহানবীর সেই মুখনিসৃত বাণীটি -
"জাতির প্রধান ব্যক্তি , জনগণের সাধারণ ভৃত্য মাত্র ।"
মেহমান আর কোনো জবাব দিতে পারলেন না
রাজা মেহমানের তৃষ্ণা মেটালেন
সময়টা ছিলো গভীর রাত্র ।