কোন্ বাগানের মালি তুমি
কোন্ বাগানের ফুল,
তোমার মতো তুমি সাজো
হয় না তাতে ভুল।

কোন্ সমাজের মানুষ তুমি
কোন্ পথে যে চল,
তোমার মতো তুমি চল
সঠিক কথা বল।

কোন্ আদর্শের পথিক তুমি
কোন্ আদর্শ মানো,
তোমার তুমিতে হারিয়ে যাও
সঠিকটি কি জানো?

দুনিয়া নামক এই বাগানের
আমরা সবাই মালি,
সবাই মিলে এই বাগানের
দূরে সরাই বালি।

তুমি সাজো সবাইকে সাজাও
সুন্দর পরিপাটি,
এই দুনিয়ার মালিকের বাণী
একেবারেই খাঁটি।

আল্লাহর দেয়া জীবন বিধান
রাসূলের দেখানো পথ,
ইসলাম-ই সত্য সুন্দর সুষম
সহজ সরল পথ।

সবাই যদি এই বাগানকে
নিজের করে ভাবি,
এই বাগানের স্রষ্টাকে মানা
বিশ্বাসেরই দাবি।