আমাদের গ্রাম আমাদের মান তা আমাদের প্রাণ ,
জন্ম আমার সেথায় বড় হয়েছি হেথায় পেয়েছি পরিত্রাণ ।
তারই তরুছায়ায় মায়ামমতায় নিজেকে হারিয়েছি কত ,
পাড়ার সবাই মিলে নানারকম ঘুড়ি উড়ায়েছি শত শত ।
কানামাছি ভোঁ ভোঁ গোল্লাছুট হাডুডু খেলেছি স্কুল মাঠে ,
হাত পা ধোয়া গোসলে গিয়ে সাঁতরিয়েছি পাশেই পুকুর ঘাটে ।
আমাদের বাড়ি স্কুলের সাথেই সামনে মাদ্রাসা ও মসজিদ ,
নামায অন্তে রাতের খাবার শেষে নিজের ঘরে যাই নীদ ।


নয় ভাগীরথি নয় মহারথি গ্রামের নামটি শুধুই রথি ,
যতবার যাই বারবার তাকাই প্রাণ জুড়াই কাটাই নিশুতি রাতি ।.
গ্রামের মেঠোপথে নেই কোন কাদা সকল পথই এখন পাকা ,
পায়ে লাগেনা কাদা অবিরাম চলে সবাই ,  ঘোরে গাড়ির চাকা ।
যেখানেই থাকি যেভাবেই রই থাকে গ্রামের প্রতি ভালোবাসা ,
মরণের পরে প্রাণপ্রিয় স্বজনদের কাছে রাখিবো দোয়ার আশা ।