বাস বাস বাস
নির্মম পরিহাস
পথচারীর উপর
চাকা উঠিয়ে
বাঁচতে পালিয়ে যাস।

বলতে পারিস
তুইও পথচারী হয়ে
এভাবে মরিস
তোর পরিবারের কী দশা-ই না হবে
তা কি তুই বুঝতে পারিস?

একটু ভাবিস,
ভালোভাবে গাড়ি চালানি শিখিস
কেউ যেনো কাঁদতে না হয়
কাউকে কাঁদাতে না হয়
বিষয়টি একটু উপলব্দি করিস।

ও হে বাস
আর করিস না এভাবে উপহাস!

বাস বাস বাস
নির্মম পরিহাস
পথচারীর উপর
চাকা উঠিয়ে
বাঁচতে পালিয়ে যাস।