শপথে শপথে এগিয়ে চলে দুর্নিবার
পরের তরে জীবন বিলালো যে আজীবন
মন তার উদারতার সহস্র প্রাণ
দান তার পুলকিত হবার সত্যিকার দিশা ।
নেই কোনো অপচয়
করে শুধু মিতব্যয়
সুনন্দিত শোভমান মানুষ তিনি ,
স্নিগ্ধ শশীর আলোর মতো দীপ্তিমান ।
হয়ে যায় চলার পথ সহজ হতে সহজতর ।
সুশীল সুজ্ঞানী সুনীতির মানুষ চলে এভাবে জীবনভর ।


পরক্ষণে এমনো মানুষ আছে আমাদের মাঝে
পরের ক্ষতি ছাড়া কিছুই ভাবে না
কিভাবে করবে লুটপাট
চুরমার করবে ললাট
গেহখানি করে কুটকাট
ভেঙ্গে করে খান খান সুন্দর সুখময় সংসার ।
রাখে মনের ভিতর আগুনের লেলিহান অহংকার ।
আছে অঢেল তার
পুঁজিপতি সম্পদ সম্ভার
এটাই যোগাবে স্থায়িত্ব আবার
মিছে মিছে ভাবে রয় শুধু কল্পনার
মরীচিকা ভাওতাবাজিতে ডুবে থাকে চলিবার ।
অশুভ কাজে এগিয়ে চলে
মন্দের সাথে রয় দলে দলে
এই পথে ধূর্তরা এগিয়ে নেয় তাকে , সহজতর উল্লাস ।।