দুজন নারী আপন মনে
চিতই ভাপা বানায় ,
আগুন জ্বলে তিন উনূনে
ঝলসে যায় তাদের মুখ
ঐ আগুনের ধোঁয়ায় ।


চলতে ফিরতে সদা দেখি
নিত্য বিকাল বেলায় ,
এই শীতেতে রাস্তার পাশে
বসে খাবার খাবায় ।


এ আয় দিয়ে যা হাতে পায়
তাই দিয়ে তারা চলে ,
ভেসেই থাকে দুখ সাগরে
মনটা সুখের দলে ।


হাসি মাখা মুখটা তাদের
সবাই কিনতে আসে ,
আগুন ধোঁয়া শীত যতই
লাগুক গায়ে শান্তি ততই
রয় ফুরফুরে অনায়াসে ।