এই দুর্যোগে
            ঘনঘটা অন্ধকার
            কী বিভৎসতা , কী ধৃষ্টতা
             মর্মান্তিক হৃদয়হীনতা ;
             চলছেতো চলছেই নিষ্ঠুরতা ।
             কিছু জ্ঞানপাপী পশুদের হাতে
             আঘাতে আঘাতে জর্জরিত একটি জাতি
             নেই কেউ পাশে দাঁড়াবার গোষ্ঠী জ্ঞাতি
             হারিয়ে যাচ্ছে তাদের সোনালী স্বপন ।


এই ক্রান্তিকালে
             পড়েছে রোষাণলে
              হারিয়েছে তারা মানবিকতা
              শিশুদের কোলাহল নেই
              নারীর সম্ভ্রম নেই
              বৃদ্ধদের সম্মান নেই
              বেঁচে থাকার অধিকার নেই
              নিদারুণ ভাবে চলছে শুধুই পাশবিকতা ।


কে সাহায্য করবে ওদের
               বিপদগামী কসাইদের হাত থেকে
               অত্যাচারের ষ্টিমরোলার থেকে
               নির্যাতনের ভয়াবহতার কষ্ট থেকে
               মানুষখেকো রাক্ষস দানবদের খড়গ থেকে
               পথ নেই দেখছি এসব থেকে উদ্ধার পাবার ।


সুতরাং হে বিবেকবান মানবতা
               বোবা শয়তানের মতো কতদিন রবে নীরব
               ঘুমের ঘোর কেটে ; চোখ মেলো
               জড়তার চিহৃ ছিন্ন করে ; জেগে উঠো
               নিপীড়িত মানবতার জন্য দ্রুত হও সরব ।