হে কবি প্রিয় কবি লিখতে থাকো
লিখাই তোমার কাজ ,
লিখতে লিখতে মিটাও সদা
তোমার মনের সাধ ।


হে কবি প্রিয় কবি ভাবতে থাকো
ভাবাই যেনো হয় ,
ভাবতে ভাবতে হতেই থাকবে
তোমার কবিতা ছন্দময় ।


হে কবি প্রিয় কবি চালাতে থাকো
প্রিয় তোমার কলম ,
কাগজের পিঠে লাগাও শুধু লাগাও
অন্যায়ের ক্ষতে মলম ।


হে কবি প্রিয় কবি চলতে থাকুক
সামনে তোমার কলম ,
চলতে থাকুক অবিরত নিরবধি
থামবে না এই কলম ।


হে কবি প্রিয় কবি বড়ো হোক ,
হোক বড়ো মনটা তোমার ,
জানবে পাঠক কবির হৃদয়খান
আকাশের মতো উদার ।


হে কবি প্রিয় কবি নগ্ন তুমি হও
অন্যায় অনিয়ম প্রতিরোধে ,
প্রশমিত হবে জালিমের জুলুম
তোমার কাগজ কলম যুদ্ধে ।