_____________________________________
১২ মার্চ ১৮ বিমান দুর্ঘটনায় হতাহতদের জন‌্য কবিতাটি উৎসর্গ করলাম
                             আজ রাষ্ট্রীয় শোক দিবস
______________________________________


বেদনায় বুক ফাটে সইতে পারি না
অতি শোকে হত বিহবল
আচম্বিৎ কোনো দুর্ঘটনার খবর শুনে
যার জন্য কেউ প্রস্তুত ছিলো না ।


এমনি খবরে কাঁদছে দেশ কাঁদছে বিশ্ব
কাঁদছে প্রিয় স্বজন আপন জন
কেউবা যাচ্ছে নিজ দেশে
কেউবা ঘুরতে অবশেষে
কেউবা আবার প্রয়োজন শেষে
ফিরে আসবে প্রিয় বাংলাদেশে
ভাগ্যের নির্মম পরিহাষ !!!
কেউ কি জানতো রানওয়েতে দুর্ঘটনায়
চলে যাবে , না ফেরার দেশে ।


দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমার
কলমের কালি শুকিয়ে যায়...
মর্মবেদনা আর মর্মস্পর্শী এই ঘটনায়
হৃদয়তন্ত্রীতে বয়ে যায় অসহ যাতনায়
অতপর বাস্তবতার অমোঘ নিয়ম
মেনেই ; মনেতে শক্তি যোগায় ।
শান্তি দিও স্বর্গে তাদের , বলি প্রার্থনায় ।


প্রাণেতে যারা বেঁচে আছে , দিও শক্তি সহিবার
দয়াময় প্রভু তুমি মহান , বলি বার বার ।।