যেমন হতে হবে


        ব্যবহারে হও অমায়িক হওগো আচরণে বিনয়ী
        সবার থেকে তুমি হবে বড় কেউ হবে না ধনী।
        ললাট জুড়ে সফলতা এলে হইওনা অহংকারী
        নিরহংকারী অবিলাসী নেয় সকলের হৃদকাড়ি।
        মন ভুলানো চমৎকার একটি মিষ্টি হাসি দিও
        প্রেম প্রাঙ্গন খুলে সবাইকে একটু ভালোবাসিও।
        এতিম মিসকিন যারা তাদের কাছে টানিও
        ক্ষুধার যন্ত্রণায় কাতর দুর্বলদের কাছে ডাকিও।
        ডান করে দান বাম কর যেন টের না পায়
        দানের বরকত বাড়িয়ে দিবেন আল্লাহতাআলায়।
        দান দিয়ে খোটা দিবেনা যা বমি করে খাওয়ার সমান
        মনের সংকীর্ণতার কারনে হতে হবে তোমাকে অপমান।
(কাউকে)ভালোবাসবে কিংবা ঘৃণা করবে আল্লাহকে খুশির জন্য
        উভয় জগতে হবে অনন্ত সুখি অসাধারণ বিশুদ্ধ অনন্য।


কল্যাণপু, ঢাকা।
৩০.০৬.২০২২