কলমিলতার ফুল
পরে কানের দুল
রেশম কালো চুল
দেখতে তুল তুল।

ডোবা নালায় কলমিলতা
বাহারী রুপের সাজ
সাজিয়ে গুচিয়ে বেড়ে উঠা
মনটা জুড়ায় আজ।

শাক হিসেবে কলমিলতার
স্বাদের নেই তুলনা
সু-স্বাদু এই শাকটি খেতে
কেউই ভুলনা।